ঋণ পেতে ৬ পণ্যে পাটের ব্যাগ বাধ্যতামূলক

পাটের বস্তা
ব্যাংকের ঋণ সুবিধা পেতে ৬ পণ্যের ওপর পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক। পণ্যগুলো হচ্ছে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০ সেপ্টেম্বর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০র সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিতকল্পে বর্ণিত আইন ও বিধি দ্বারা নির্ধারিত ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি উৎপাদনকারী ও সরবরাহকারী ব্যবসায়ী/প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক কর্তৃক ঋণ প্রদান, নবায়ন ও বিতরণকালে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করার শর্তারোপের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে উপরোক্ত প্রতিষ্ঠানগুলো পণ্য প্যাকেটজাতকরণে পাটের ব্যাগ ব্যবহার না করলে তাদের ক্ষেত্রে ব্যাংক ঋণ সুবিধা প্রদেয় হবে না মর্মেও তাদের লিখিতভাবে অবহিত করাসহ আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত উক্ত সিদ্ধান্তগুলো যথাযথ বাস্তবায়নের জন্য নির্দেশ দেয়া হল।